প্রকাশিত: Tue, Aug 1, 2023 8:39 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:37 AM

[১]বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, জানালেন ম্যাথু মিলার

সালেহ্ বিপ্লব: [২] যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। গত শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে সংঘটিত সহিংসতা সম্পর্কে প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। সূত্র: রয়টার্স

[৩] গত শনিবার রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে সহিংসতা ঘটে। আন্দোলনকারীদের ছুঁড়ে মারা পাথরের জবাবে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। 

[৪] ব্রিফিংয়ে এই প্রসঙ্গে ম্যাথু মিলার বলেন, আমরা বাংলাদেশ সরকারকে এসব সহিংসতার পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করার ব্যাপারে উৎসাহিত করবো। সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে বলবো। 

[৫] মিলার বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টির আহ্বান জানান, যেখানে জনগণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন এবং তাদের দাবির পক্ষে কথা বলতে পারে। 

[৬] মিলার বলেন, আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো; তারা যেনো মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান করে। সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকে।

[৭] বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে মিলার বলেন, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হওয়ার জন্য সব পক্ষের প্রতিশ্রুতি দরকার। ভোটার, রাজনৈতিক দল, তরুণ সমাজ এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সহিংসতার পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া